Laravel Tenancy হচ্ছে লারাভেলে এর একটা প্যাকেজ যা দিয়ে আপনি খুব সহজে মাল্টি ট্যানেন্সি টাইপের সাইট তৈরি করতে পারবেন। এই প্লে লিস্টে এই প্যাকেজ সর্ম্পকে বেসিক ধারনা দেওয়া হয়েছে। আপনি এখানে থেকে জানতে পারবেন যে এই প্যাকেজটি কেন, কোথায়, কিভাবে ব্যবহার করবেন। আরো জানতে পারবেন কিভিবে ডোমিং, ডাটাবেজ, ইউজার ম্যানেজ করবেন। এই প্লে লিস্ট কাদের জন্যঃ এই প্লে লিস্ট আসলে যারা এডভান্স ইউজার তাদের জন্য।