এই টিউটোরিয়ালে আপনারা শিখতে পারবেন Laravel Fortify কিভাবে ব্যবহার করবেন? কেন ব্যবহার করবেন? কোথায় ব্যবহার করবেন?
Laravel Fortify হল অথেনটিকেট প্যাকেজ যা লারাভেল নিজেই সরবরাহ করে, সুবিধাজনক বৈশিষ্ট্য যেমন পাসওয়ার্ড রিসেট এবং টু-ফ্যাক্টরী অথেনটিকেশন রয়েছে। Fortify এর সাথে আপনি ফ্রন্টএন্ড নিজের মতো করে দার করাতে পারবেন খুব সহজেই।